গণপিটুনিতে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ব্যক্তিকে নিজেদের সহকর্মী দাবি করে রাজধানীর রামপুরার একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। তারা কিছু যানবাহনও ভাঙচুর করেছেন বলে জানিয়েছে পুলিশ। ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। রাজধানীর পশ্চিম হাজিপাড়ায় ইজি গার্মেন্টস নামের এক পোশাক কারখানায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেলোয়ার (২৫) নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হন।
দেলোয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রামপুরার ইস্ট গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা রাস্তায় নামেন। তারা আবুল হোটেলের সামনে রামপুরা সড়কের একপাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা দাবি করেন, নিহত দেলোয়ার তাদের কারখানায় কাটিং সহকারী হিসেবে কাজ করতেন। তবে তিনি কেন ইজি গার্মেন্টসে গিয়েছিলেন, তা তারা জানেন না।
হাতিরঝিল থানা-পুলিশ জানায়, চোর সন্দেহে তাকে পেটানো হয়।
পুলিশ দেলোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ারুল ইসলাম বলেন, আবুল হোটেল থেকে রামপুরা যাওয়ার পথ অবরোধ করে রেখেছেন শ্রমিকেরা। কিছু যানবাহনও ভাঙচুর করেছেন তারা। সড়কের উভয় পাশেই যান চলাচল বন্ধ রয়েছে।