সরকারের কোন পরিকল্পনা নেই প্রিয়া সাহাকে গ্রেপ্তারে । তার বিরুদ্ধে মামলারও কোন চিন্তা নেই বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন। মন্ত্রী নিজেই গণমাধ্যমের সঙ্গে আলাপে এ তথ্য প্রকাশ করেন। বলেন, বাংলাদেশ দেখভালের দায়িত্বপ্রাপ্ত স্টেট ডিপার্টমেন্টের অ্যাসিস্টেন্ট সেক্রেটারী এলিস ওয়েলস আমাদের টেলিফোন করে উদ্বেগের সঙ্গে দু’টি বিষয় জানতে চেয়েছিলেন। প্রথমত: সরকার প্রিয়া সাহাকে দেশে ফিরলে গ্রেপ্তার করবো কি-না? দ্বিতীয় তার বিরুদ্ধে সরকার কোন মামলা করবে কি-না? আমি অ্যাসিস্টেন্ট সেক্রেটারী অব স্টেটকে বলেছি, আমরা গ্রেপ্তার করবো না। যদিও তিনি মিথ্যা তথ্য দিয়েছেন, এতে দেশের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। দেশে অনেকে তার উপরে ক্ষুব্দ। তিনি ফিরলে কেউ কিছু করে বসতে পারে তা নিয়ে সরকার উদ্বিগ্ন জানিয়ে মন্ত্রী বলেন, এ অবস্থায় প্রিয়া সাহার প্রটেকশন বা সুরক্ষা চাইলে সরকার তা দিতে প্রস্তুত রয়েছে। যে কোন নাগরিক চাইলে সরকার প্রটেকশন দেয়, অতীতে দিয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |