নিজ শিশু কন্যাকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত গাজীপুরের টঙ্গীতে । রায়ে দণ্ডপ্রাপ্তকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। আজ বুধবার সকালে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমএলবি মেছবাহ উদ্দিন আহমেদ এ রায় দেন।
এ সময় দণ্ডপ্রাপ্ত আসামী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। ধর্ষক আয়নাল মিয়ার বাড়ি শরিয়তপুরের গোসাইরহাট থানার কোদালপুর গ্রামে। সে টঙ্গীর এরশাদ নগরের তালতলা এলাকার বসবাস করতো।
মামলার বিবরণে জানা গেছে, টঙ্গীর এরশাদ নগর এলাকায় অভিযুক্ত আইনাল মিয়া (৩৮) ভাড়া বাসায় বসবাস করছিলো। ৬ বছর আগে আইনাল মিয়ার স্ত্রী তার তিন মেয়েকে রেখে মারা গেলে তিনি দ্বিতীয় বিয়ে করে। পরে দ্বিতীয় স্ত্রী চলে গেলে আইনাল মিয়া তার তিন শিশু কন্যাকে নিয়ে বসবাস করছিল।