মানসিক ভারসাম্যহীন এক নারীকে ‘ছেলেধরা’ সন্দেহে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের বৈরাগীর বাজার এলাকায় । আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের বৈরাগীর বাজারে সকালে মানসিক ভারসাম্যহীন এক নারীকে ঘুরতে দেখে ছেলে ধরা সন্দেহে আটক করা হয়। পরে একটি গাছের সঙ্গে বেঁধে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। পরে পুলিশ গিয়ে ওই নারীকে উদ্ধার করে।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন। তাই তাকে ছেড়ে দেয়া হয়েছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করেছে। তিনি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি।।