স্ত্রীর ওপর অভিমান করে ইঁদুর মারার বড়ি খেয়ে এক ব্যক্তির আত্মহত্যা করার খবর পাওয়া গেছে রংপুরের পীরগঞ্জে । এ ঘটনাটি ঘটেছে উপজেলার গঙ্গারামপুর গ্রামে।
মৃত ব্যক্তি ওই গ্রামের বুদা মিয়ার পুত্র তোতা মিয়া।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে তোতা মিয়া স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয়ে মনমালিন্যের এক পর্যায়ে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে আসেন। পরে রাত ১০টার পরেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বেরিয়ে পড়েন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর বাড়ির পাশে একটি পাট ক্ষেতের জমিতে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার পর তার জ্ঞান ফিরে এলে তিনি জানান স্ত্রীর ওপর অভিমান করে ইঁদুর মারার কয়েকটি বড়ি খেয়েছেন। পরে রাত যত গভীর হতে থাকে তোতা মিয়ার অবস্থা ততই গুরুতর হতে থাকে। অবস্থা বেগতিক দেখে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকরা ভোর ৪টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করেন। তোতা মিয়াকে রংপুর মেডিকেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসারত অবস্থায় ভোর ৫টার দিকে তিনি মারা যান।
এ ব্যাপারে পীরগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে।