রাসেল (১৭) নামের এক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় ফল খারাপ করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন । শুক্রবার রাত ৯টার দিকে বরগুনা পৌর শহরের চরকলোণী এলাকায় এ ঘটনা ঘটে। রাসেল বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী আবদুল মালেকের ছেলে।
নিহত রাসেলের স্বজনরা জানান, এ বছর বরগুনা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন রাসেল। সদ্য প্রকাশিত এইচএসসি’র ফলাফলে রাসেল ইংরেজি ২য় পত্র ও জীববিজ্ঞানে অকৃতকার্য হয়। এ নিয়ে মন খারাপ ছিল তার। রাত ৯টার দিকে নিজ বাসায় গলায় ফাঁস দেয় সে। টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বরগুনা সদর থানার ওসি মো. আবির হোসেন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অত্যন্ত দুঃখজনক খবর এটি।
আমরা মর্মাহত। মৃত রাসেলের মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বরগুনা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।