চট্টগ্রাম ২৮ মে : ইউনিয়ন পরিষদে পঞ্চম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের চারটি উপজেলার ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। শনিবার সকাল আটটা থেকে লাইন ধরে ভোটররা ইউনিয়ন পরিষদের প্রতিনিধি নির্বাচনে ভোট দিচ্ছেন।
ভোট হওয়া উপজেলাগুলো হচ্ছে, পটিয়া, চন্দনাইশ, বোয়ালখালী ও রাঙ্গুনিয়া। এরমধ্যে রাঙ্গুনিয়ায় ১৩টি ইউনিয়নের মধ্যে চারটিতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। এই উপজেলায় চেয়ারম্যন পদে ভোট হবে নয়টি ইউনিয়নে।
পটিয়ায় অবস্থান করা চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দক্ষিন হাবিবুর রহমান জানিয়েছেন, অাইন শৃংখলা পরিস্থিতি ঠিক রাখার জন্য সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে, দক্ষিন চট্টগ্রামের চন্দনাইশ, পটিয়া ও বোয়ালখালীতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শুরু হয়েছে।
“পটিয়ার বড় উঠানে গতকাল শুক্রবার বিকালে সংঘর্ষ হওয়াতে সেখানে বাড়তি সতর্ক রাখা হয়েছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে, উল্লেখ করেন তিনি।
রাঙ্গুনিয়াতেও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে বলে জানিয়েছেন, রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন
পটিয়ার ২১টি ইউনিয়নে ১৯৫টি ভোট কেন্দ্রে ৯৭৮টি কক্ষে ভোট গ্রহন চলবে। চেযারম্যান সংখ্যা ৭৩জন,সংরক্ষিত সদস্য সংখ্যা ১৬৬জন,সাধারন সদস্য সংখ্যা ৭৩৭জন। ৩ লাখ ৪৪ হাজার ৪২৯ জন ভোটার ভোট দিবেন।তন্মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৫৭০ জন । মহিলা ভোটারের সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৮৫৯জন।
রাঙ্গুনিয়ার ১৩ টি ইউনিয়নে ১০৮টি ভোট কেন্দ্রে ৪৯৯ কক্ষে ভোট গ্রহন চলবে।রাঙ্গুনিয়ায় ১৩টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৪ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। বাকি ৯টি ইউনিয়নে ২২জন প্রতিদ্বন্দ্বীতা করছে।সংরক্ষিত সদস্য পদে ৯৩জন ও সাধারন সদস্য পদে ৩৯১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে। ১ লাখ ৭৩ হাজার ৩৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এ উপজেলায় পুরুষ ভোটার ৮৪ হাজার ৬৫জন ও মহিলা ভোটার ৮৯ হাজার ২৬৯ জন।
চন্দনাইশে ৯টি ইউনিয়নে ৬৪টি ভোট কেন্দ্রে ২৮৫টি কক্ষে ভোট গ্রহন চলবে। এতে ৮৯ হাজার ৬০৬জন ভোটার ভোট দিবে। তন্মধ্যে পুরুষ ভোটার ৪৩ হাজার ৩৪০ জন। মহিলা ভোটার সংখ্যা ৪৬ হাজার ২৬৬জন।
বোয়ালখালী উপজেলার ৭টি ইউনিয়নে ৬৫টি ভোাট কেন্দ্রে ও ২৩০ টি ভোট কক্ষে ভোট গ্রহন চলবে।৩৯জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে । ১ লাখ ৩ হাজার ৯৭৩জন ভোটার।পুরুষ ভোটার সংখ্যা ৫০ হাজার ৭০৯ জন। মহিলা ভোটার ৫৩ হাজার ২৬৪জন।