এক ব্যবসায়ীকে আটকে জোর করে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও ধারন করে একটি চক্র গোপালগঞ্জ শহরের । পরে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেছে তারা। এ অভিযোগে ৩ নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ১টি পাসপোর্ট ও একাধিক অশ্লীল ভিডিও ফুটেজ। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মাদ ছানোয়ার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, গোপালগঞ্জ জেলা শহরের জনতা রোড়ের একজন ব্যবসায়ীকে আটকে রেখে জোরপুর্বক অশ্লীল ভিডিও চিত্র ধারন করে চক্রটি। পরে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে নগদ ১৫ হাজার টাকাসহ ২ লাখ টাকা চাঁদা দাবি করে। ঘটনার শিকার ব্যবসায়ী বিষয়টি পুলিশকে জানানোর পর সুকৌশলে তাদেরকে আটক করা হয়। এ ব্যাপারে গোপালগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।