ঢাকা ২৮ মে :সরগরম এক সময়ের আলোচিত বলিউড তারকা বিপাশা বসুর বিয়ে নিয়ে বলিপাড়া ছিল । শুধু নিরব ছিলেন সাবেক প্রেমিক জন আব্রাহাম। বিপাশার বিয়ে নিয়ে সাংবাদিকরা জনের প্রতিক্রিয়া জানতে কম চেষ্টা করেননি। কিন্তু কিছুতেই মুখ খুলেননি জন।
প্রায় এক মাস হলো বিপাশা ও করণের বিয়ে হয়েছে। হানিমুনও সেরে ফেলেছেন এই দম্পতি। এতদিন চুপচাপ থাকলেও সাবেক প্রেমিকাকে নিয়ে শেষ পর্যন্ত কথা বললেন জন।
সম্ভবত বিয়ে হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিলেন। নতুন সংসার নিয়ে তিনি যে বেশ সুখে আছেন তা সংবাদমাধ্যমে প্রায় রোজই আলোচিত হচ্ছে। তাই হয়তো এবার জনের মনে হয়েছে পুরনো তিক্ততা ভুলে পরিবর্তনকে মানিয়ে নেওয়াই ভাল।
সাংবাদিকরা আবারও তাকে বিপাশার বিয়ে নিয়ে প্রশ্ন করতে তিনি বললেন, ‘আই উইশ হার অল দ্য বেস্ট’।
জন অ্যাব্রাহাম এবং বিপাশা বসু ১০ বছরেরও বেশি একসঙ্গে থেকেছেন। সবাই প্রায় ধরেই নিয়েছিলেন যে এই জোড়ি কোনও দিন ভাঙবে না। কিন্তু ২০১২ সালে ব্রেক আপ হয়। শোনা যায়, বিপাশা মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন।
প্রায় এক মাস হলো বিপাশা ও করণের বিয়ে হয়েছে। হানিমুনও সেরে ফেলেছেন এই দম্পতি। এতদিন চুপচাপ থাকলেও সাবেক প্রেমিকাকে নিয়ে শেষ পর্যন্ত কথা বললেন জন।
সম্ভবত বিয়ে হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিলেন। নতুন সংসার নিয়ে তিনি যে বেশ সুখে আছেন তা সংবাদমাধ্যমে প্রায় রোজই আলোচিত হচ্ছে। তাই হয়তো এবার জনের মনে হয়েছে পুরনো তিক্ততা ভুলে পরিবর্তনকে মানিয়ে নেওয়াই ভাল।
সাংবাদিকরা আবারও তাকে বিপাশার বিয়ে নিয়ে প্রশ্ন করতে তিনি বললেন, ‘আই উইশ হার অল দ্য বেস্ট’।
জন অ্যাব্রাহাম এবং বিপাশা বসু ১০ বছরেরও বেশি একসঙ্গে থেকেছেন। সবাই প্রায় ধরেই নিয়েছিলেন যে এই জোড়ি কোনও দিন ভাঙবে না। কিন্তু ২০১২ সালে ব্রেক আপ হয়। শোনা যায়, বিপাশা মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন।