সদরঘাটের কাছে সুমনা
হাসপাতালের পাশের ছয় নম্বর লেনের শত বছর পুরনো ওই দোতলা ভবনটি এক রকম
পরিত্যক্তই ছিল। তবে ফুটপাতের কয়েকজন ফল ব্যবসায়ী সেখানে থাকতেন বলে
স্থানীয়রা জানান।
এ বিষয়ে ফায়ার ব্রিগেডের জ্যেষ্ঠ স্টেশন
ম্যানেজার মোহাম্মদ আলী বলেন, দোতলা ভবনের পুরোটাই ধসে পড়ে। এখন পর্যন্ত
দু’জনকে উদ্ধার করা হয়েছে। আমরা আরও তল্লাশি চালাচ্ছি। দেখা যাক কী হয়।
উল্লেখ্য, গতকাল সকালের দিকে এই ভবনটি ধসে পড়ে।।