আদালতে চার্জশীট দাখিল করা হয়েছে নোয়াখালীর সুবর্ণচরে বিচারপ্রার্থী নারীকে ধর্ষণ ও মারধরের মামলায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোজা ও তার সহযোগীর বিরুদ্ধে। সহযোগীর নাম রবিউল হোসেন প্রকাশ নবির উদ্দিন। তারা দুজনই উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ গোলাম ফারুক নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ চার্জশীট দাখিল করেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোস্তাফিজুর রহমান গত বছরের ২৬ মার্চ আদালতে ফাইনাল প্রতিবেদন দাখিল করেন। পরে আদালত মামলার নথিপত্র পর্যালোচনা করে ফাইনাল প্রতিবেদন গ্রহণ না করে স্ব-প্রণোদিত হয়ে মামলাটি জ্যেষ্ঠ কর্মকর্তা দিয়ে অধিকতর তদন্তের নির্দেশ দেন।

এ বিষয়ে এএসপি মোহাম্মদ গোলাম ফারুক মানবজমিনকে বলেন, আদালতের আদেশে যেসব বিষয় আমলে নেয়া হয়েছে, সেগুলো অনুসরণ করে এজাহারভূক্ত দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।  উল্লেখ্য, ২০১৭ সালের ৪ অক্টোবর রাতে সুবর্ণচরের চরবাটা ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের কাছে বিচার চাইতে যান এক নারী। পরদিন ৫ অক্টোবর চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ ও মারধরের অভিযোগে চরজব্বর থানায় মামলা করেন ওই নারী। মামলায় রবিউল নামের অপর একজনকেও আসামি করা হয়।।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031