তিস্তার পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে । গত কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে লালমনিরহাটের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে।
পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তিস্তায় দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। গত দু’দিনে তিস্তার ভাঙনে শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। এছাড়া পানির তোড়ে বাঁধ ভেঙে শহরে ঢুকছে প্রবল ¯্রােত।
আজ সকাল ৬টায় দেশের বৃহত্তম সেচপ্রকল্প তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫৩ দশমিক ৪ সেন্টিমিটর। যা বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এর আগে শুক্রবার সন্ধ্যা ৬ টায় বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ও রাত ৯টায় বিপদসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে তিস্তার পানি প্রবাহিত হয়।
এদিকে ভারী বর্ষণ ও উজানের ঢলে আতঙ্কিত তিস্তাপাড়ের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তাদের চোখে ঘুম নেই।