বিমানবন্দর আর্মড পুলিশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার কেজি ওজনের স্বর্ণের বারসহ বাংলাদেশ বিমানের দুই কর্মচারীকে আটক করেছে । শনিবার দুপুর পৌনে ২টার দিকে তাদের আটক করা হয় বলে জানান বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন। বিমানবন্দরের হ্যাঙ্গার গেটের বাইরে থেকে বাংলাদেশ বিমানের ট্রাফিক হেলপার এমদাদ হোসেন চৌধুরীকে (৪৬) ৩৮টি স্বর্ণের বারসহ আটক করা হয়। আর এই কাজে সহযোগিতা করায় আটক করা হয় আরেক ট্রাফিক হেলপার আব্দুর রহিম কে।
জানা
যায়, শনিবার (১৩ জুলাই) ১২টা ৪৫ মিনিটে থাইল্যান্ড থেকে ঢাকায় আসা থাই
এয়ারওয়েজের একটি ফ্লাইটের (টিজি ৩২১) কিছু মালামাল প্যালেটে করে ইম্পোর্ট
কার্গোতে যায়। সেখান থেকেই ওই স্বর্ণের বারগুলো নিজের হেফাজতে নেন বলে
স্বীকার করেছেন এমদাদ হোসেন। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় দুই
কোটি টাকা বলে জানা গেছে। আটকৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা
আইনের চোরাচালানবিরোধী ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানানো
হয়েছে আর্মড পুলিশের পক্ষ থেকে।