৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাত্তার ভূঁইয়া নামে পঞ্চাশোর্ধ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ নাটোর সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে । গতরাতে আটকের পর আজ বুধবার সকালে তাকে আদালতে পাঠিয়েছে সদর থানা পুলিশ। আটক সাত্তার ভূঁইয়া উপজেলার কাঠালবাড়িয়া গ্রামের মৃত আনোয়ার ভূঁইয়ার ছেলে। নির্যাতনের শিকার শিশুটি ইসলামী ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিক্ষাক্রম এর শিক্ষার্থী।
পুলিশ ও নির্যাতিতার পরিবার জানায়, মঙ্গলবার দুপুর একটার দিকে সম্পর্কে প্রতিবেশি দাদা সাত্তার ভূঁইয়া অযাচিতভাবে নির্যাতিতাকে নিয়ে বাড়ির নিকটে পুকুরে গোসল করতে যায়। এরপরে সাত্তার ভূঁইয়া পুকুরে না গিয়ে শিশুটিকে ভুট্টার জমিতে নিয়ে যায়। সেখানে তাকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে তার দাদী সেখানে ছুটে গেলে অভিযুক্ত সাত্তার ভূঁইয়া পালিয়ে যায়।
এ ব্যাপারে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন বলেন, রাতেই অভিযুক্ত সাত্তার ভূইয়াকে আটক থানায় নিয়ে আসা হয়।