ইয়াবা ও গাঁজা বিক্রির সময় ২ জনকে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ উপজেলার সাতবাড়িয়া আশরাফ মুহুরীহাট ও গাছবাড়িয়া সরকারি কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে।
পুলিশ গত ৯ জুলাই রাতে ও আজ বুধবার (১০ জুলাই) বিকেলে এ অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, ইয়াবা বিক্রির সংবাদ গোপন সূত্রে পেয়ে গত ৯ জুলাই দিবাগত গভীর রাতে উপজেলার সাতবাড়িয়া আশরাফ মুহুরীহাট এলাকায় পুলিশ অভিযান চালায়। এসময় ইয়াবা বিক্রিরত অবস্থায় ইমন প্রকাশ রুমন প্রকাশ রিমন (২২) নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় পুলিশ তার কাছ থেকে বিক্রির জন্য রাখা ৫১৫ পিস ইয়াবা উদ্ধার করে।
আটককৃত ইমন উত্তর জাফরাবাদ এলাকার মৃত লোকমান হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে চন্দনাইশ থানায় ৪টি মাদক মামলা রয়েছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব চক্রবর্ত্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইমনকে ১টি জিআর, ১টি নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তারী পরোয়ানামূলে আটক দেখানো হয়েছে।’
এদিকে উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজ সংলগ্ন এলাকায় গাঁজা বিক্রির সংবাদ গোপন সূত্রে পেয়ে চন্দনাইশ থানা পুলিশ আজ বুধবার বিকেলে অভিযান পরিচালনা করে। এসময় ১ কেজি গাঁজাসহ চন্দনাইশ পৌরসভার কাঞ্চনপাড়ার আবদুল আলমের ছেলে মোহাম্মদ আলমগীর (৩৫)কে আটক করা হয়।