১০ হাজার টাকা দুই সন্তানের জননীর ইজ্জতের মূল্য ধরা হয়েছে। ঝালকাঠির রাজাপুরে মঙ্গলবার রাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি গ্রামে গৃহবধু ধর্ষণের একদিন পরে সালিশ মিমাংশায় এ প্রস্তাব দেয় স্থানীয় প্রভাবশালী একটি মহল। এ ঘটনায় বুধবার রাতে ঐ গৃহবধু বাদি হয়ে রাজাপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।

আজ বৃহস্পতিবার দুপুরে ঘটনার শিকার ঐ গৃহবধু ও স্থানীয়রা সাংবাদিকদের জানায়, অনেক আগে থেকেই এলাকার দুই বখাটে সজিব ও রাজ্জাক রাস্তাঘাটে চলা ফেরার সময় গৃহবধুকে বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছে। সোমবার সন্ধ্যায় ঐ গৃহবধু গোয়াল ঘরে গেলে আগে থেকেই ওত পেতে থাকা দুই বখাটে গৃহবধুকে গণধর্ষণ করে। এ সময় ঐ দুই বখাটের সহযোগীতায় অজ্ঞাত কয়েক জন লোক পাশেই দাঁড়িয়ে ছিল। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার একটি প্রভাবশালী মহল ধামাচাপা দিতে ঐ গৃহবধুকে বিচারের কথা বলে শান্ত করে এবং মঙ্গলবার রাতে সালিশে বসে। নির্যাতিতাকে ১০ হাজার টাকা চিকিৎসা বাবদ নিয়ে ঘটনাটি চেপে যেতে বলে।

গৃহবধু এ প্রস্তাব মেনে না নিয়ে বুধবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে যান এবং ঘটনাটি খুলে বলেন। বখাটে সজিব উপজেলার নৈকাঠি গ্রামের হারুন-অর-রশিদের ছেলে ও রাজ্জাক মৃত ইয়াকুব আলীর ছেলে।

এ ব্যাপারে অভিযুক্ত রাজ্জাক এর কাছে জানতে চাইলে তিনি সম্পূর্ন অভিযোগ অস্বীকার করে জানায়, সমাজে হেয়পতিপন্ন করতে একটি মহল আমার নামে মিথ্যা রটাচ্ছে। এ ব্যাপারে অভিযুক্ত সজিব এর কাছে জানতে চাইলে তিনি সম্পূর্ন অভিযোগ অস্বীকার করে জানায়, এ রকম কোন ঘটনাই ঘটেনি।   এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান জানান, ঘটনাটি শুনে জটিল মনে করে তাকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেই।   এ ব্যাপারে রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর- ০৩)। আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031