হাইকোর্ট দুর্নীতি দমন কমিশনের (দুদকের) করা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর জামিন চেয়ে করা আবেদনের আদেশ না দিয়ে নট টুডে (আজ নয়) বলেছেন । আজ বুধবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদেশের বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তিনি বলেন, আজ নির্ধারিত দিনে লতিফ সিদ্দিকীর আইনজীবী এ বিষয়ে আদেশের জন্য কিছু নথিপত্র দাখিল করার জন্য সময়ের আর্জি জানান। পরে হাইকোর্ট নট টুডে (শুনানি আজ নয়) বলে আদেশ দেন। অর্থ্যাৎ কাল লতিফ সিদ্দিকীর জামিনের আদেশ দেবেন আদালত।
গতকাল মঙ্গলবার এই হাইকোর্ট বেঞ্চে শুনানী শেষ আজ বুধবার জামিন শুনানির দিন ধার্য করা হয়। আসামি পক্ষে শুনানী করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও সুব্রত কুমার কুন্ডু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।