স্থানীয় একটি কবরস্থান থেকে প্রায় ১৫টি কঙ্কাল চুরি হয়ে গেছে নারায়ণগঞ্জের আড়াইহাজারে । আজ বুধবার সকালে স্থানীয় বগাদী কান্দাপাড়া এতিম খানা মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী কবর খোঁড়া অবস্থায় দেখতে পেয়ে শিক্ষকদের জানায়। খবর পেয়ে কবরস্থানের আশপাশের বিভিন্ন এলাকার শত শত লোক কবরস্থানে ছুটে আসেন। গত মঙ্গলবার রাতে ফতেপুর ইউপির ঘোলগ্রাম বগাদী কান্দাপাড়া কবরস্থানে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় হাসেম আলী নামে অবপ্রাপ্ত এক শিক্ষা অফিসার জানান, বগাদী এলাকার হেলাল উদ্দিনের ছেলে জয়নাল, কেনুর ছেলে সেরাজ উদ্দিন, বড়কান্দাপাড়া এলাকার আলী মোল্যাহ, একই এলাকার সুবু ভূঁইয়া, স্থানীয় আমান মাস্টারের স্ত্রীসহ প্রায় ১৫টি মৃত্যু ব্যক্তির কঙ্কাল চুরি হয়েছে। তবে কে বা কারা রাতের আঁধারে কঙ্কাল চুরি করেছে তা কেউ জানাতে পারেনি।
মাদ্রাসার এক শিক্ষার্থী জানান, ২১টি কবর খোঁড়া হয়েছে। এর মধ্যে ১৫টি কবরের কঙ্কাল চুরি হয়েছে।