২৯ বাংলদেশি যুদ্ধবিধ্বস্ত লিবিয়া থেকে দেশে ফিরেছেন। আজ ভোর ৫টা ২০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের টি কে-৭১২ ফ্লাইট যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। লিবিয়ার বর্তমান পরিস্থিতির কারণে স্বেচ্ছায় দেশে ফিরলেন এসব কর্মীরা। পর্যায়ক্রমে তিন ধাপে মোট ১০৭ বাংলাদেশি দেশে ফিরবেন।
ফিরে আসা কর্মীদের ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদ করা হয়। ভেরিভিকশনের জন্য তাদের সংশ্লিষ্ট থানাতে বার্তা প্রদান করেছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
পর্যায়ক্রমে আগামীকাল ৩রা জুলাই ৩৭ জন এবং ৫ই জুলাই ফিরবেন আরও ৩৫ বাংলাদেশী।