boulবোয়ালখালী  : গুলিবিদ্ধ হয়েছে মোট ৮ জন আহত হয়েছেন ১৫ জন বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নে সকালে ৫ জন গুলিবিদ্ধ হওয়ার পর শাকপুরা ইউনিয়নে আরো তিনজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।এনিয়ে বোয়ালখালীতে গুলিবিদ্ধ হয়েছে মোট ৮ জন। আহত হয়েছেন ১৫ জন।
শনিবার দুপুর ১২টার দিকে শাকপুরা প্রবর্তক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নোটন চৌধুরী (৫৩),পুলিশের রাবার বুলেটে মহিউদ্দিন (২২) ও মো. রুবেল (৩২) গুলিবিদ্ধ হন।

এ ইউনিয়নে সঞ্জয় আচার্য্য (২৪) , রেজাউল করিম (২৩),ক্লিনটন চৌধুরী (২৫), রতন চৌধুরী (৪০), অনিক মিত্র (১৮) ও অরুণ বিশ্বাস (৫৩) আহত হন। এছাড়া প্রকাশ দে (২৩) ছুড়িকাহত হন। গুলিবিদ্ধ ও আহতদের উপজেলা হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দুপুর ১টার দিকে আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের বেয়াই মার্কেট এলাকা থেকে দক্ষিণ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজনকে নির্বাচনের প্রভাব বিস্তারের অভিযোগে আটক করেছেন সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লুৎফুর রহমান।

সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লুৎফুর রহমান জানান, কড়লডেঙ্গা ৫নং ওয়ার্ড কেন্দ্রের কাছাকাছি এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটকৃত সুজন বিজিবি জিম্মায় রয়েছেন।
এর আগে সকাল ১০টার দিকে মরহুম হাবিবুর রহমানে ছেলে দিনমজুর মো. সেকান্দর (৫০) চম্পা তালুকদার বাড়ির দক্ষিণ কড়লডেঙ্গা ২নং ওয়ার্ডে ভোট কেন্দ্রের দক্ষিণ পাশে চেয়ারম্যান প্রার্থীর দু’পক্ষের সংঘর্ষে সময় তিনি হাঁটুতে গুলিবিদ্ধ হন বলে জানান। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।


এর আগে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সারোয়াতলীর ৩নং ওয়ার্ডে নির্বাচনী দ্বন্দ্বে ৫জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধরা হলেন, বেঙ্গুরা এলাকার খলিলুর রহমানের ছেলে মো. ইউছুপ (৫৫), মরহুম ইলিয়াছ আলীর ছেলে রশিদ(৭৫), সিদ্দিক আহমদের ছেলে, নুরুল আবচার(৫৪), আনোয়ার ও মমতাজ মেম্বার। তাদের উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
তবে রসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনী দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার বোরহান উদ্দিন জানান, এ ধরণের কোনো ঘটনা ঘটেনি।

এছাড়া ইমামুল্লার চর প্রাথমিক বিদ্যালয়-২ এর প্রিসাইডিং অফিসার আমিনুল হক ভুঁইয়া এ ধরণের কোনে ঘটনা ঘটনি বলে জানান। চরণদ্বীপ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঘাটিয়াল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাচনী ব্যালট চেয়ারম্যান সমর্থকরা ছিনতাই করে নিয়ে যাওয়ায় সকাল সাড়ে ৮টার দিকে ভোটগ্রহণ বন্ধ করে রয়েছে বলে জানান প্রিসাইডিং অফিসার মো. রিদুয়ানুল ইসলাম।


প্রিসাইডিং অফিসার মো. রিদুয়ানুল ইসলাম তিনি জানান, ভোট গ্রহণ শুরু হওয়ার ৭/৮ মিনিটের মধ্যে নৌকা সমর্থক ৫০/৬০ জনের একটি দল দু’টি ব্যালট বই ছিনিয়ে নিয়ে যায়। আধ ঘন্টার মধ্যে তা জমা না দিলে নির্বাচন বন্ধ ঘোষণার কথা বললে নৌকা প্রতীকে গোল সীলমারা একটি বই উদ্ধার করা হয়।
এছাড়া ইউপি সদস্যের ব্যালেট বইটি উদ্ধার করা সম্ভব হয়নি। এছাড়া কেন্দ্রে হামলার চেষ্টা করলে দরজা বন্ধ করে কোনো প্রাণে রক্ষা পায়। রির্টানিং অফিসার মো. আশরাফ জানান, এ ঘটনায় ওই কেন্দ্রে ভোট স্থগিত করে দেয়া হয়েছে।

এছাড়া আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন থেকে গত শুক্রবার দিনগত রাত ২টার দিকে ২জনকে ছুরিকাহত অবস্থা পুলিশ উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। ছুড়িকাহতদেও বাড়ি রাউজান কদলপুর এলাকায় বলে জানা গেছে। সারোয়াতলী ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী এম নূর মোহাম্মদ জীবনের নিরাপত্তায় বোয়ালখালী প্রেসক্লাবে আশ্রয় নিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, এ ইউনিয়নের নৌকা প্রার্থীর কর্মী সমর্থকরা গুলি বর্ষণসহ কেন্দ্র দখল করে একতরফা ভাবে নৌকা প্রতীকে সীল মারছে। এ ব্যাপারে তিনি কেন্দ্র গুলোতে নির্বাচন স্থগিত চেয়ে রির্টানিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে জানিয়েছেন। এছাড়া তার কর্মী এজেন্টদের উপর হামলা করে আহত ও গুলিবিদ্ধ করেছেন বলেও জানান তিনি।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031