বগুড়ায় তাইফুল ইসলাম তাফু নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে কিস্তির টাকা শোধ করতে না পেরে।
নিহত তাফু সদর উপজেলার ঘোলাগাড়ী গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।
শনিবার বেলা ১১টার দিকে গ্যাস ট্যাবলেট সেবনের পর অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়ার পর দুপুর ২টায় তার মৃত্যু হয়।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত তাইফুল দীর্ঘদিন ট্রাকের হেলপার হিসেবে কাজ করছিল। কিন্তু এক সময় সে হেলপারের চাকরি ছেড়ে দেয়। এরপর দীর্ঘদিন বেকার থাকায় দুই সন্তান ও গর্ভবতী স্ত্রীকে নিয়ে সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছিল। আর্থিক অনটন থেকে রক্ষা পাওয়ার জন্য সে বেশকিছু এনজিও থেকে ঋণ নেয়। কিন্তু ঋণের সাপ্তাহিক কিস্তির টাকাও সে ঠিকমত শোধ করতে পারছিল না। ঋণ নেয়া এনজিওগুলোর কর্মীরা তাকে কিস্তির টাকা পরিশোধের জন্য চাপ দিতে থাকে। শনিবারও ‘গাক’ নামে একটি এনজিও থেকে তার কিস্তির তারিখ ছিল। এই এনজিও থেকে সে ৪০ হাজার টাকা ঋণ নিয়েছিল। কিন্তু এনজিও কর্মীরা কিস্তির টাকা নিতে আসার আগেই সে বেলা ১১টায় গ্যাস ট্যাবলেট (কীটনাশক) খেয়ে অসুস্থ হয়ে পড়ে। ঘটনাটি পরিবারের লোকজন জানতে পেরে তাইফুলকে প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা করায়। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
সদর থানার পরির্দশক (তদন্ত) রেজাউল করিম বলেন, ‘এ ধরনের আত্মহত্যার খবর কেউ থানায় জানায়নি।’