৮টি সোনার বারসহ আবদুল মতিন নামে একযাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দররে । শুক্রবার রাতে তাকে আটক করা হয়েছে বলে জানান বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন। সোনার ওজন ৯২৮ গ্রাম। মূল্য ৩৬ লাখ টাক বলে জানা যায়।
জানা গেছে, আটক যাত্রী আব্দুল মতিন শুক্রবার সন্ধ্যায় দিকে বিমান বন্দরের দোতলা পার্কিং এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তার চলাফেরা সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তবে তিনি এলোমেলো তথ্য দেয়ায় আটক করে আর্মড পুলিশের অফিসে এনে তল্লাশী করা হয়। আব্দুল মতিনের ছাই রং এর ফুল প্যান্টের বাম পকেটে থাকা নেভি ব্লু রং এর ছোট ব্যাগ থেকে ৮ টি সোনার বার পাওয়া যায়। যাত্রীর সংগে দুবাই থেকে ঢাকার বোর্ড পাস ছিল। জব্দ করা সোনা ঢাকা কাস্টম হাউসে জমা দিয়েছে পুলিশ।
এ প্রসঙ্গে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, বিমানবন্দরের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন আব্দুল মতিন। তল্লাশি করে সোনার বার পাওয়া যায়। বিমানবন্দর থানা মামলা দায়ের করে তাকে হস্তান্তর করা হয়েছে।