lll

গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন প্রাথমিক শিক্ষকদের উদ্দেশে প্রাথমিক ও, বিশ্বমানের শিক্ষার বিষয়টি মাথায় রাখতে হবে। আমাদের শিক্ষার্থীদের বিশ্ব প্রোডাক্ট হিসেবে তৈরি করতে হবে। এক্ষেত্রে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। রাজশাহী জেলার প্রাথমিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শুক্রবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। শিক্ষা কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, আগে কী করেছেন আজ থেকে সব ভুলে যান। বিদ্যালয়ে গিয়ে যা দেখেছেন, তাই রিপোর্ট করেন, সত্য লিখেন। সব শিক্ষকদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আপনারা আপনাদের সন্তানদের যেভাবে মানুষ করেন, ঠিক সেইভাবে শিক্ষার্থীদের মানুষ করেন, শিক্ষার্থীদের প্রতি যত্মবান হোন। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, রাজশাহী-৫ আসনের এমপি আবদুল ওয়াদুদ দারা, সংরক্ষিত আসনের এমপি আখতার জাহান, সাবেক প্রতিমন্ত্রী জিন্নাতুন নেসা তালুকদার, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম তুহিনুর আলম।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031