৫০০ ইয়াবাসহ শহিদুল শেখ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্টগার্ড খুলনার জেলার রুপসা থানার জাবুসা থেকে । রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে সংস্থাটির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার রাত ১০টার দিকে কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের বিসিজি স্টেশান রুপসা থানার জাবুসা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৫০০ ইয়াবাসহ শহিদুল শেখকে গ্রেপ্তার করা হয়। তাকে রুপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার মাদক কারবারি শহিদুল শেখ জাবুসা ও তার আশেপাশের এলাকায় মাদক পাচার করে আসছিল। গ্রেপ্তার শহিদুল শেখ বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার জোকা গ্রামের বাসিন্দা।