সরাইলের শাহবাজপুর সেতু বেইলী সেতু স্থাপনের পর যান চলাচলের জন্যে খুলে দেয়া হয়েছে । রোববার রাত থেকেই এক পাশের বেইলী সেতু ভারী যানবাহন চলাচলের জন্যে খুলে দেয়া হয়। আর আজ দুপুরে নতুন স্থাপিত বেইলী সেতুটি খুলে দেয়া হয়।

এদিকে সেতু খুলে দেয়ার পর শতশত যানবাহন বিশেষ করে ট্রাক সেতু পার হয়ে বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। তবে এতে যানজটেরও সৃষ্টি হয়েছে। গত ৭ দিন ধরে বন্ধ রয়েছে এই মহাসড়ক। সড়ক বিভাগ নির্ধারিত বিকল্প পথে চলতে না পেরে বিভিন্ন বাসসার্ভিস তাদের গাড়ি চলাচল বন্ধ রাখে। ফলে মহাসড়কে এখন পর্যন্ত তেমন বাসের চাপ নেই। গত ১৮ই জুন বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুরে তিতাস নদীর ওপর সেতুটির চতুর্থ স্প্যানের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়ে। এরপরই সড়ক ও জনপদ বিভাগ (সওজ) সব ধরণের ভারী ও মাঝারী যানবাহন চলাচল বন্ধ করে দেয় ঝুকিপূর্ণ হয়ে উঠা এই সেতুর ওপর দিয়ে। সড়ক বিভাগ বিকল্প পথ হিসেবে চান্দুরা-আখাউড়া সড়ক দিয়ে কুমিল্লা-সিলেট এবং চট্টগ্রামের এবং সরাইল-নাসিরনগর হয়ে লাখাই এবং রতনপুর দিয়ে ঢাকা-সিলেট গন্তব্যের যানবাহন চলাচল করার নির্দেশনা দেয়। কিন্তু এসব পথে মহাসড়কের যানবাহন চলাচল দুরূহ হয়ে পড়ে। মহাসড়কের গাড়ির ¯্রােতে ২-১ দিনের মধ্যেই বিপর্যস্ত হয়ে পড়ে বিকল্প সড়কগুলোও। চান্দুরা-আখাউড়া সড়কের কয়েকটি স্থানে পণ্যবোঝাই ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে। এই অবস্থায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031