স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের ডিআইজি মিজানুর রহমান আইনের ফাঁক গলিয়ে পার পাবেন না বলে জানিয়েছেন । বলেন, তাকে এরমধ্যেই দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। আজ শনিবার ধানমণ্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। ডিআইজি মিজানের বিষয়ে তদন্ত প্রায় শেষ পর্যায়ে। তদন্ত শেষ হলেই তার বিরুদ্ধে যথাযথ আইনী প্রক্রিয়া শুরু হবে। আইনের হাত থেকে তিনি রেহাই পাবেন না।
নারী কেলেঙ্কারি, আর্থিক অনিয়ম, ঘুষ ও দুর্নীতিসহ বেশ কিছু অভিযোগে ডিআইজি মিজানের বিষয়ে তদন্ত কছে দুর্নীতি দমন কমিশনসহ সরকারের কয়েকটি সংস্থা। উচ্চ আদালতও ডিআইজি মিজানের এখতিয়ার বহির্ভূত কর্মকাণ্ড ও তাঁর গ্রেপ্তার এড়ানোর বিষয়ে বিস্ময় প্রকাশ করেন।
সর্বশেষ দুর্নীতি দমন কমিশনের একজন কর্মকর্তাকে ৪০ লাখ টাকা ঘুষ প্রদান করে নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচার করে আলোচনায় আসেন ডিআইজি মিজান।।