মোবাইল ফোনে বাংলায় এসএমএস পাঠানোকে উৎসাহিত করতে ইংরেজি থেকে বাংলা এসএমএসের খরচ অর্ধেক কমিয়েছে সরকার।
মঙ্গলবার (১৮ জুন) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার রাতে তার ভেরিফাইড ফেসবুক একাউন্টে ব্যক্তি থেকে ব্যক্তিপর্যায়ে বাংলায় এসএমএস পাঠাতে খরচ হবে ২৫ পয়সা এ কথা জানিয়েছে।
তিনি বলেন, “বাংলায় একটি এসএমএস পাঠাতে ইংরেজির দ্বিগুণ খরচ হয়-কারণ বাংলায় অক্ষর বেশি হয়ে যায়। সেই অসুবিধার যুগ অতিক্রান্ত। এখন রাষ্ট্রভাষায় এসএমএস পাঠান ইংরেজির অর্ধেক দামে।”
গত ১৩ জুন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের উপ-পরিচালক সামিরা তাবাসসুম স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, “আগামী ২০ জুন থেকে এই নির্দেশনা কার্যকর হবে।
বাংলায় প্রতিটি এসএমএসের জন্য ভ্যাট ও ট্যাক্স ব্যতীত ২৫ পয়সা করে নির্ধারণ করা হলো।”