Madaripur_sm20160527150607

ঢাকা ২৭ মে : ৯ জন নিহত অন্তত ৩০ জন আহত  মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার দুপুর ২টার দিকে ওই মহাসড়ক সংলগ্ন সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ এ তথ্য জানিয়েছেন।
জিয়াউল মোরশেদ আরও জানান, ঢাকা থেকে বরিশালগামী সুগন্ধা পরিবহনের একটি বাস সমাদ্দার ব্রিজের রেলিং ভেঙে নিচে খাদে পড়ে যায়। বাসটির অর্ধেক ডুবে গেছে।
পুলিশ ও ফায়াস সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সুগন্ধা পরিবহনের (ঢাকা মেট্রো-ব ০২-০৫২৯) একটি যাত্রীবাহী বাস মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার ব্রিজের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ৫ যাত্রী মারা যান। এছাড়াও মাদারীপুর সদর হাসপাতালে ৩ ও  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরো ১ জন যাত্রী মারা যান।
নিহতদের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বরিশালের হিরু লাল বাড়ৈ (৬০), ঝালকাঠির সুফিয়া বেগম (৫০), বাসের সুপারভাইজার টিটু (৪০), মোহাম্মদ আলী (৪৫) ও মিজান (৪০)।
এ দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031