গণ ধর্ষণের শিকার হন এক গৃহবধূ ধার করা টাকা পরিশোধ করতে গিয়ে পাঁচ যুবকের কাছে। টানা ১৬ ঘণ্টা অভিযান চালিয়ে কর্ণফুলী থানা পুলিশ গতকাল শুক্রবার পাঁচ জনকেই গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ৫ আসামি গতকাল মহানগর হাকিম আলী ইমরান খানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, চরলক্ষ্যার ইউনিয়নের নুরুল ইসলামের পুত্র মো. ইলিয়াছ (৩২), পশ্চিম চরলক্ষ্যার আবুল কালামের পুত্র ইউনুছ (২৫), চরলক্ষ্যার মো: নুরুজ্জামানের পুত্র কামাল উদ্দিন (২৮) ও চরলক্ষ্যার মো. ইয়াকুবের পুত্র মো. সেকান্দর (৩৩), জুলধার ইউনিয়নের মো. ইউনুছের পুত্র আলী প্রকাশ চঙ্কু (৩০)। এদের মধ্যে ইলিয়াছ ও কামাল তেলের জাহাজে কাজ করে। আলী ও সেকান্দরের দোকান রয়েছে। ইউনুছ সিএনজি অটোরিকশার চালক।
মামলার এজাহারের বরাত দিয়ে ওসি আলমগীর আজাদীকে বলেন, গত ২১ মে শেয়ারে সিএনজি অটোরিকশাযোগে নগরী থেকে মইজ্যারটেক যাচ্ছিলেন ভুক্তভোগী ওই নারী ও আসামি ইলিয়াছ। নতুন ব্রিজ আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এসময় ইলিয়াছ তাকে কাছের ফার্মেসিতে নিয়ে গিয়ে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে বাসায় পৌঁছে দেন।
তারা ভাই বোনের সম্পর্ক পাতেন। কিছুদিন আগে প্রয়োজন পড়লে ওই নারী ইলিয়াছ থেকে ৮০০ টাকা ধার করেন। গত ১২ জুন টাকা ফেরত দেওয়ার জন্য ইলিয়াছকে ফোন করেন তিনি। ইলিয়াছ টাকা নিয়ে তাকে ব্রিজ ঘাট এলাকায় আসতে বলেন। রাত পৌনে নয়টার দিকে তিনি ব্রিজঘাট এলাকায় এলে ইলিয়াছ তাকে তার মায়ের বাসায় বেড়াতে যাওয়ার অনুরোধ করেন। তারা দুইজন সিএনজি অটোরিকশা যোগে সৈন্যারটেক এলাকায় পৌঁছালে আরো তিন যুবক জোর পূর্বক সিএনজিতে উঠে বসে। অটোরিকশাতেই আসামিরা তাকে জোর করে মদ খাওয়ায়। এরপর ইট ভাটায় নিয়ে গিয়ে ধর্ষণ করে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |