কাউন্টার টেরোরিজম ইউনিট ও র্যাব-৭ এর যৌথ টিম নগরীর আগ্রাবাদ সিজিএস কলোনি থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ ট্রাফিক বিভাগের উপ-পরিদর্শক (টিএসআই) সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ অভিযান চলে। সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান উপ পুলিশ কমিশনার মো: শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজাদীকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিজিএস কলোনি থেকে টিএসআই সিদ্দিকুর রহমানকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি এর আগে শিকলবাহা ফাঁড়ির ইনচার্জ ছিলেন। মাসখানেক আগে ট্রাফিক (বন্দর) বিভাগে যোগ দেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ আজাদীকে বলেন, আগ্রাবাদ থেকে সিদ্দিকুরকে গ্রেপ্তারের সংবাদটি আমরা পেয়েছি। এখনো আমাদের কাছে জমা দেওয়া হয় নি। মামলা হলে বিস্তারিত জানাতে পারবো।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |