পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা নিহত হয়েছেন কক্সবাজারের টেকনাফের নাফ নদীর কিনারায় , যারা মাদক কারবারি বলে ভাষ্য আইনশৃঙ্খলা বাহিনীর।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টেকনাফের ল্যাদা ক্যাম্পের হামিদ, উখিয়ার থাইংখালী ক্যাম্প-১৩ এর সামশুল আলম এবং একই ক্যাম্পের নুরুল আলম।
বন্দুকযুদ্ধে পুলিশের বেশ কয়েকজন সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছেন টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস। আহত পুলিশ সদস্যদের নাম জানা যায়নি।
নিহত রোহিঙ্গাদের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হবে।