রাখি নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী এলাকায় । বৃহস্পতিবার রাতে স্কুলছাত্রীর নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রাখি সোনামুখি গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। সে সোনামুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিরণ কুমার রায় জানান, রাখি তার বাসায় একা ছিল। রাতে পরিবারের সদস্যরা রুমে গিয়ে রাখিকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে ওসি জানান।