কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মুফিজুর রহমান (৩৫) নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত মুফিজুর একজন ইয়াবা বিক্রেতা ছিলেন। ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ। আজ সোমবার ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, মুফিজকে আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে ইয়াবা উদ্ধারে যায় পুলিশ। পুলিশের অবস্থান টের পেয়ে মুফিজের অনুসারীরা গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। দু’পক্ষের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হন মুফিজ।
গুলিবিদ্ধ মুফিজকে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।
এই বন্দুকযুদ্ধের সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানান ওসি। তিনি জানান, মুফিজের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।