চট্টগ্রাম ২৪ মে : রাংগুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় ট্রাক-মোটর সাইকেলের মুখামুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছে। আহত হয়েছ আরও ১জন।
স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান পুরানো পেট্টোল পাম্পের সামনে পূর্বদিক থেকে আসা বালির ট্রাকের সাথে পশ্চিম দিক থেকে যাওয়ার সময় এক মোটর সাইকেলের মুখামুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক ইমাম হোসেন (২৮)ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে ও অপরজন গুরুতর আহত হয়। আহত যুবককে চন্দ্রঘোনা মিশন হাস্পাতালে ভর্তি করা হয়েছে। নিহত ইমাম হোসেন উপজেলার ইসলামপুরের থোডার বাপের বাড়ির ননা মিয়ার পুত্র বলে জানা গেছে।