গোপন অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ চাঁদপুরের ফরিদগঞ্জে । আজ সকাল সাড়ে ৭টায় ফরিদগঞ্জ পৌর এলাকার টিএন্ডটি এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. আমিন (৪০) ও মো. তরিকুল ইসলাম (৩১) কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম।
পুলিশ সুপার জানান, টেকনাফ থেকে চট্টগ্রাম হয়ে চাঁদপুরে আসার পথে ঘটনাস্থলে তারা আটক হয়। তারা অভিনব কায়দায় মোটর সাইকেলের ট্যাংকিতে জুসের বোতলে করে ইয়াবা বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
আটক আমিন ফরিদগঞ্জ উপজেলার
লক্ষ্মীপুর গ্রামের আলী আহম্মেদের ছেলে এবং তরিকুল ইসলাম কুষ্টিয়া জেলার
দৌলুতপুর থানার খাজিরাথাক গ্রামের বাদু মোল্লার ছেলে। তাদের বিরুদ্ধে
বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।