বর্তমানে ধানের দাম কম এটা ঠিক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন। তবে প্রতিমণ দুইশত টাকা হলেও কৃষক ধান পোড়াবে না। তাদের মনে ক্ষোভ হবে। টাঙ্গাইলে ধান পোড়ানোর ঘটনাটি পরিকল্পিত। কারণ, একজন পিতা তার সন্তান যদি বিকলাঙ্গও হয় তাকে কিন্তু গলাটিপে মেরে ফেলবে না।
কিন্ত এই ঘটনাটি এমনই পরিকল্পিত যে, রিপোর্টাররা সেখানে আগেই হাজির। তারপর কৃষক ধানে আগুন দিল। সেটা আবার টিভি ও পত্রিকায় প্রচারও হলো। আমরা মনে করি, এটি সরকারকে পর্যুদস্ত করার একটা পরিকল্পনা।
বুধবার সকালে সিরাজগঞ্জে খাদ্য বিভাগ আয়োজিত অভ্যান্তরীন বোরো সংগ্রহ ২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী এসব বলেন।
জেলা
খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইফতেখার উদ্দিন শামীম, পুলিশ সুপার টুটুল
চক্রবর্তী, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট
আবু ইউসুফ সূর্য্য, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট কে.এম হোসেন আলী
হাসান, সিরাজগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ মিল
মালিক সমিতির সভাপতি আব্দুল মোতালেব, কাজীপুর উপজেলার চেয়ারম্যান খলিলুর
রহমান সিরাজী প্রমুখ।