শহরের কাট্টলীতে ইয়াবা আসক্ত ব্যক্তির দায়ের কোপে আহত আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শান্তি নন্দী (৭০) নামে মারা যান।
নিহত শান্তি নন্দী অত্যন্ত দরিদ্র। তিনি দিনমজুরি করতেন।
আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) মহিবুর রহমান জানান, গুরুতর আহত শান্তি নন্দী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় মারা গেছেন।
এরআগে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনায় সন্ধ্যা রানী (৬০) নামের একজন নিহত হন।
সেদিন সন্ধ্যায় শহরের উত্তর কাট্টলীর বড় কালীবাড়ী এলাকায় সত্যজিৎ নামে এক ব্যক্তির দা নিয়ে ঘর থেকে বেরিয়ে আশেপাশের লোকজনকে এলোপাথাড়ি কোপাতে থাকেন।
এ ঘটনায় সন্ধ্যা রানী নিহত হন এবং শান্তি নন্দীসহ চারজন আহত হন। ঘটনার দিনই সত্যজিৎকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এলাকায় ওষুধের দোকান চালাতেন।
এ ঘটনার পর স্থানীয়রা এলাকায় মাদক ছড়িয়ে পড়া রোধের দাবিতে গত সোমবার ও শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রবেশ পথ সিটি গেট এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ করে।
শনিবার স্থানীয়রা শিল্পী রানী নামের এক ইয়াবা বিক্রেতাকে আটক করে থানায় দেয়।