পুলিশ টাঙ্গাইলের কালিহাতীতে ২য় শ্রেণীর ছাত্রকে বলাৎকারের অভিযোগে আব্দুল জলিল নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে । গ্রেপ্তারকৃত মাদ্রাসা শিক্ষক উপজেলার রামপুর দারুল কোরআন নিজামিয়া মাদ্রাসার সহকারি শিক্ষক। সে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার দূর্গাপুর গ্রামের জাবেদ আলীর ছেলে। এ ঘটনায় ওই ছাত্রের দাদা বাদী হয়ে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার রামপুর দারুল কোরআন নিজামিয়া মাদ্রাসায় সোমবার দুপুরে ওই ছাত্রটি শিক্ষক আব্দুল জলিলের রুমে হাজিরা খাতা দেয়ার জন্য প্রবেশ করে। এ সময় অভিযুক্ত শিক্ষক তাকে জোরপূর্বক বলাৎকার করে। এরপর ওই ছাত্রটি বাসায় ফিরে তার দাদাকে জানায়। এরপর সন্ধ্যায় ওই ছেলের দাদা থানায় এসে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে পুলিশ মঙ্গলবার ভোরে মাদ্রাসা থেকে অভিযুক্ত ওই শিক্ষককে আটক করে।
কালিহাতী থানা অফিসার
ইনচার্জ মীর মেশাররফ হোসেন বলেন, ছাত্রের দাদার অভিযোগ প্রেক্ষিতে ওই
শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। পরে আসামীকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে
জেলহাজতে প্রেরণ করা হয়েছে।