ঢাকা ২২ মে : নিজের নাম ভাঙিয়ে চাঁদা আদায় ও তদবিরকারীদের বিরুদ্ধে ক্ষেপেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান।রবিবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এমন ক্ষোভ প্রকাশ করেছেন।
এতে তিনি দাবি করেছেন, ইদানীং কে বা কারা তার নাম ভাঙিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে চাঁদা দাবিসহ বিভিন্ন তদবির করছে। এ কারণে তিনি বিব্রতবোধ করছেন।
একইসঙ্গে তিনি এমন তদবিরবাজদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার আহ্বান জানিয়েছেন।
ডা. ইকবাল আর্সলানের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-‘সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে ইদানীং কিছু দুস্কৃতিকারী আমার নাম করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে ফোনে তদবির করছে। আমি কখনোই কারও কাছে ব্যক্তিগত কারণে কোন প্রকার ফোন বা তদবির করি নাই। আমি একটাই সেলফোন ব্যবহার করি যার নাম্বার ০১৭১৩০০০৪৪১। আমি কারও সঙ্গেই অন্য কোন ফোন থেকে কথা বলেন না। আর নাম করে অন্য যেকোনো নম্বর থেকে ফোন দিলে দয়া করে উক্ত ব্যক্তিকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন।’