বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পাইকারী হারে নারী নির্যাতন চলছে বলে অভিযোগ করেছেন । তিনি বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও স্পিকার নারী। অথচ কি দূর্ভাগ্যের বিষয়- পাইকারী হারে নারী নির্যাতন চলছে। যখন থেকে তারা ক্ষমতায় এসেছেন তখন থেকে তারা এটা হচ্ছে। নারী নির্যাতন নির্মূল করার দায়িত্ব সরকারের। কিন্তু নির্মূল করা তো দূরে থাক, আমরা অনেক সময় উস্কানি দিতে দেখেছি। কিশোরগঞ্জের বাজিতপুরে চলন্ত বাসে নার্স শাহিনুর আক্তার তানিয়াকে গণধর্ষণ ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। নারী ও শিশু নির্যাতনের বিষয়ে তিনি বলেন, যারা এই কাজগুলো করছে, তারা অধিকাংশ ক্ষমতাসীন দলের লোক।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |