জন আকাঙ্ক্ষার বাংলাদেশ-এর সমন্বয়কারী মজিবুর রহমান মঞ্জু বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নৈতিক ভিত্তিতে বলীয়ান একদল উদ্যমী রাজনীতিবিদ প্রয়োজন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, রাজনীতিতে নৈতিকতার গুরুত্ব অপরিসীম। আজ এক কথা বলে, কাল পুরোপুরি উল্টো কথা বললে রাজনীতিকদের গ্রহণযোগ্যতা ও নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়। নৈতিকতাহীন রাজনীতি ও নেতৃত্ব একসময় অচল মুদ্রায় পরিণত হয়। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নৈতিক ভিত্তিতে বলীয়ান একদল উদ্যমী রাজনীতিবিদের খুব প্রয়োজন।  বিকালে রাজধানীর ধানমন্ডির একটি অডিটরিয়ামে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মঞ্জু বলেন, ক্ষমতাসীনরা নৈতিকতাকে বিসর্জন দিয়ে বল প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করে বসে আছে।

বিপরীতে দুর্বল ও দিশেহারা বিরোধী দলও আজ নীতি, নৈতিকতা হারিয়ে মুখ থুবড়ে পড়ার উপক্রম। চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সামাজিক অবক্ষয়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সভায় বক্তারা বলেন, ক্ষমতাসীনরা বিরাজনীতিকী করণের যে প্রক্রিয়ায় দেশকে ঠেলে দিয়েছে তাতে সরকার বিরোধীদল কারোর প্রতিই আর জনমানসে কোনো আগ্রহ নেই।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031