একটি বিশেষ ফ্লাইট শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে মিয়ারমারের উদ্দেশ্যে যাত্রা করবে মিয়ানমারের বিমান দূর্ঘটনায় আহত পাইলট ও কেবিন ক্রু, গ্রাউন্ড ইঞ্জিনিয়ারদের দেশে ফিরিয়ে আনতে । আজ রাতেই তাদের আনা হবে ঢাকায়। এ তথ্য নিশ্চিত করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা শাকিল মেরাজ।
তিনি আরো জানান, আহত যাত্রীদের মধ্যে যারা
দেশে ফিরতে ইচ্ছুক তাদেরও দেশে ফিরিয়ে আনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
চিকিৎসকদের পরামর্শ ও মিয়ানমারের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ফ্লাইটটি রাতে
ঢাকায় ফিরবে।
এর আগে বুধবার মিয়ানমারের সন্ধ্যা ৬টা ২২মিনিটে দেশটির
ইয়াংগুন বিমানবন্দরের রানওয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান
অবতরণের সময় বৈরি আবহাওয়ার কারণে দুর্ঘটনার কবলে পড়ে। এসময় বিমানে থাকা
পাইলট কেবিন ক্রুসহ ৩৫ জন আহত হন।