ট্রাইব্যুনাল ঝিনাইদহে শিশু ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ধর্ষক তারিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন । একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক চাদঁ মোহাম্মদ আবদুল আলীম আল রাজী আজ দুপুরে এ রায় ঘোষণা করেন। দ-িত ধর্ষক তারিকুল ঝিনাইদহের মহেশপুর উপজেলার লক্ষীপুর গ্রামের মো. মান্নানের ছেলে।
আদালত সুত্রে জানা
যায়, ২০১০ সালের ৩০শে জুলাই লক্ষিপুর গ্রামের একটি বাঁশ বাগানে একা পেয়ে ৭
বছর বয়সের এক শিশুকে ফুসলিয়ে ধর্ষণ করে তারিকুল। পরের দিন ধর্ষিত শিশুর
পিতা মহেশ পুর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ সাড়ে ৮ বছর মামলা চলার পর আজ
সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালতের বিচারক এই রায় প্রদান করেন।