হাইকোর্ট বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠানের মানহীন ৫২টি পণ্যের তদারকির বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিএসটিআইয়ের উপ-পরিচালকের নিচে নয়- এমন দু’জন কর্মকর্তাকে হাইকোর্টে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত। আগামী রোববার তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে।
আজ
হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে
গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে সকালে ‘কনসাস কনজিউমার সোসাইটি (সিসিএস)’
নামে একটি ভোক্তা অধিকার সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে রিট আবেদন করা হয়। ওই
রিটের শুনানী শেষে আদালত এ আদেশ দেন।