নৌপরিবহন মন্ত্রনালয় অতি প্রবল ঘূর্ণিঝড় ফণী’র মোকাবিলায় যে কোনো প্রয়োজনে কন্ট্রোল রুম খুলেছে । সচিবালয়ে মন্ত্রণালয়ের ৮০১/ক নম্বর কক্ষে খোলা হয়েছে এই কন্ট্রোল রুম। ফণী সংক্রান্ত জরুরী তথ্য ও নির্দেশনা আদান-প্রদানের জন্য এই রুমের টেলিফোন নম্বর ০২৯৫৪৬০৭২ সার্বক্ষণিক খোলা রাখা আছে।
আজ নৌপরিবহন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়
থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ফণীকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে নৌপরিবহন
মন্ত্রণালয়। এ কারণে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং জরুরী সব ধরনের তথ্য
ও নির্দেশনা আদান-প্রদানের ওই রুমের টেলিফোন নম্বরটি খোলা রাখা হচ্ছে।
সর্বশেষ
তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর নাগাদ বাংলাদেশ উপকূল থেকে ৭০০ কিলোমিটার
দূরে অবস্থান করছিল ঘূর্ণিঝড় ফণী। ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে
আঘাত হেনে আগামীকাল শুক্রবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বাংলাদেশের
খুলনা-সাতক্ষীরা উপকূলে আঘাত হানতে পারে ফণী। দিক পরিবর্তন করে ঘূর্ণিঝড়টির
সরাসরি বাংলাদেশেও আঘাত হানার আশঙ্কাও রয়েছে।
।