বাগেরহাট ২২ মে: ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বাগেরহাটের শরনখোলা উপজেলার বলেশ্বর সাউথখালী ইউনিয়নের বেড়িবাঁধে কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। এই বেড়িবাঁধে ইতোমধ্যে কয়েকটি স্থান ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ফাটল দেখা দেয়ায় সাউথখালী ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছে। তা না হলে বর্ষা মৌসুমে বাঁধটি ভেঙে জোয়ারের পানিতে হাজার হাজার ঘরবাড়ি প্লাবিত হওয়ার আশংকা করছে এলাকাবাসী। তারা দ্রুত বেড়িবাঁধটি নির্মাণের দাবি জানিয়েছেন।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম বেড়িবাঁধে এলাকা পরিদর্শন করেছেন।