ভারতের সংবাদসংস্থা পিটিআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেছেন, ‘আমরা মেয়েরা সক্কলে চমৎকার। আমাদের সম্পর্ক এত গভীর। আমরা নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে কখনও আলোচনা করি না। যেমন, কেউ কখনও আমার কাছে জানতে চাননি ঠিক কী হয়েছিল। প্রচুর ফোন, ভালবাসা, সমর্থন পেয়েছি। প্রিয়াঙ্কা, বিদ্যা, সোনমের মতো অনেকের থেকে। বহু পুরুষও আমার পাশে দাঁড়িয়েছেন।’
সতীর্থদের উদ্দেশ্যে কঙ্গনার এমন প্রশস্তিতে যারপরনাই বিস্মিত বলিউডের একাংশ। ওই অংশের মতে, কঙ্গনার চরিত্রের বৈশিষ্ট্য ওঁর আক্রমণাত্মক মেজাজ। এখন যাঁদের প্রশংসা করছেন, তাঁদের কারও কারও সম্পর্কে কিছুদিন আগেও কটূ কথা বলতে শোনা গিয়েছে তাঁকে। যেমন, ‘মেরি কম’ ছবির জন্য গতবছর প্রিয়াঙ্কা যখন জাতীয় পুরস্কার ছাড়াও বিভিন্ন পুরস্কারে ভাসছেন, কঙ্গনা তিক্তভাবে বলেছিলেন, ‘প্রিয়ঙ্কা নন, এবছর সব পুরস্কার আমারই তো পাওয়ার কথা ছিল! আমরা যেন আগে থেকে কিছুই জানতে পারি না!’ তার উত্তরে প্রিয়ঙ্কা টুইট করেছিলেন, ‘হারতে আমার যাচ্ছেতাই লাগে। তবে এবছর কারও কাছে যদি হারতেই হতো, তাহলে তার নাম হতো কঙ্গনা রানাউত। কুইনে’র জন্য অভিনন্দন’।
তবে এর পরেও প্রিয়ঙ্কার হলিউডে ছবি করতে যাওয়া নিয়েও কটাক্ষ করেছিলেন কঙ্গনা।
হৃতিক রোশনকে পাঠানো কঙ্গনার ব্যক্তিগত ইমেলপ্রবাহের কিছু অংশ প্রকাশ্যে আসার পরেই নায়িকার সম্পর্কে প্রকাশ্যে কুৎসা শুরু করেছিলেন টিভি তারকা শেখর সুমন এবং তাঁর পুত্র তথা কঙ্গনার প্রাক্তন প্রেমিক অধ্যয়ন। তারপরই কঙ্গনা যেভাবে নিজেই নিজের লড়াই লড়ছেন, সেজন্য তাঁর প্রশংসা করেন বিদ্যা। সেই প্রশংসায় সামিল হন প্রিয়াঙ্কা, সোনম, কালকি কোয়েচলিন।