ঝিনাইদহ ২২ মে : জেলার শৈলকুপায় বাসচাপায় মহসিন আলী মোল্লা (৬৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মহসিন মোল্লা ওই উপজেলার বসন্তপুর গ্রামের মসলেম আলী মোল্লার ছেলে।
রোববার সকালে উপজেলার মদনডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে মহসিন মোল্লা বাইসাইকেল যোগে মদনডাঙ্গা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাজারের স্পিড ব্রেকার পার হওয়ার সময় ঝিনাইদহগামী গড়াই পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।