ফণী আরও শক্তিশালী ঘুর্ণিঝড়ে পরিণত হচ্ছে। গতিবেগ বাড়িয়ে ভারতের উড়িষ্যা উপকূলের দিকে ছুটছে এটি। তবে এর গতিপথ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের উপকূলে আসতে আরও দু’দিন সময় নেবে ফণী।
আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, মে মাসের প্রথম দু’দিনের মধ্যেই উপকূলে আঘাত হানবে এই সাইক্লোন। দিক পরিবর্তন হলে এটি বাংলাদেশের খুলনা-বরিশাল উপকূলে দু’দিন বাদে আঘাত হানতে পারে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, বাংলাদেশের উপকূল থেকে ফণী এখনো ১২০০ কিলোমিটারের বেশি দূরত্বে অবস্থান করছে। এর গতিপথ ভারতীয় উপকূলমুখী। তবে এই ঘূর্ণিঝড়টির যে চরিত্র, তাতে মনে হচ্ছে শিগগিরই আবারো গতিপথ পরিবর্তন হবে। সেক্ষেত্রে বাংলাদেশের উপকূলে আসতে আরো দু’দিন সময় নেবে ফণী।
ফণীর আশঙ্কায় চট্টগ্রাম, পায়রা, মোংলা ও কক্সবাজার উপকূলকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখানোর পাশাপাশি সাগরে অবস্থানরত সব নৌযানকে নিরাপদ অবস্থানে থাকতে বলা হয়েছে।।