ঢাকা ২২ মে : মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানে আগামী শুক্রবার আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তবে তিনি আসতে না পারলেও তার কোনো প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে বিশ্বাস মমতার। সদ্য নির্বাচিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এ কথা নিজেই জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের একাধিক গণমাধ্যম।
শেখ হাসিনার সঙ্গে মমতার সুসম্পর্কের কথা সবার জানা। মমতার বিপুল জয়ের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। বাংলাদেশ ছাড়াও ভুটানের প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানিয়েছেন মমতা।
ভোটের ফল প্রকাশের পর শুভেচ্ছা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে প্রথম টেলিফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। মমতা মোদি এবং সোনিয়া দুজনকেই শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে আগামীকাল চিঠি পাঠাবেন।